টিকটক ভিডিও তৈরি করার সময় কথা কাটাকাটির একপর্যায়ে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে তারই বোন।
পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। এতে বলা হয়, টিকটকের জন্য ভিডিও বানানোর সময় দুই বোন সাবা আফজাল ও মারিয়া আফজালের মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায়ে ১৪ বছর বয়সি সাবা আফজাল তার বোনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ওই কিশোরীর বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে।
সম্প্রতি টিকটককে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রলোভন আখ্যা দিয়ে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলে ফতোয়া দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির বিখ্যাত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া।
ডন বলছে, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ফিতনার (বিশৃঙ্খলা বা প্রলোভন) ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে টিকটক। তাই ইসলামি শরিয়া মোতাবেক টিকটকের ব্যবহারকে ‘অবৈধ’ ও ‘হারাম’ বলা হয়েছে।
এ সিদ্ধান্তের পেছনে ১০টি কারণ উল্লেখ করে ফতোয়াটি দিয়েছে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া বিন্নুরিয়া। তার মধ্যে রয়েছে—এই অ্যাপে ছবি এবং ভিডিও প্রদর্শন করা হয়, যা ইসলামি শরিয়া অনুসারে নিষিদ্ধ।
ডিবসি/আরপিকে