বাংলাদেশ, জেলার সংবাদ

পাঠদানের সময় মৃত্যু হলো শিক্ষিকার

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৪ঠা জানুয়ারী ২০২৪ ০২:৩৪:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  এ ঘটনা ঘটে। রিনা আক্তার উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনরা মরদেহ বাসায় নিয়ে যান।

আরও পড়ুন