বাংলাদেশ, জেলার সংবাদ, শিক্ষা

সিগারেট থেকে জাবির ছাত্রী হলে আগুন

জাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১০ই জানুয়ারী ২০২৪ ০১:০৭:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ফজিলাতুন্নেসা হলের একটি কক্ষে আগুন লেগেছে। সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে হলের অষ্টম তলায় ৮১০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, সকালে ৯টার দিকে ৮১০ নম্বর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে হলের ওয়ার্ডেন ও কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে ওয়ার্ডেনের উপস্থিতিতে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তখন খাটের পাশে একটি এস্ট্রেতে ২০-৩০টি সিগারেটের ফিল্টার পাওয়া যায়। তাই সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের এক ছাত্রী বলেন, ‘গতকাল রাত থেকেই আমরা গন্ধ পাচ্ছিলাম। ভেবেছিলাম বাইরে থেকে আসছে। কিন্তু সকালে দেখি রুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে আমি নিচে নেমে ম্যামকে জানিয়েছি।’

আগুন লাগার উৎস সম্পর্কে জানতে চাইলে হল সুপারের দায়িত্বে থাকা ফাতেমা বেগম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেট থেকে এই আগুন লেগে থাকতে পারে। আমরা রুমে ঢুকে একটি বিছানা পুড়ে যাওয়া অবস্থায় পাই এবং বিছানার উপর সিগারেটের অ্যাশ-ট্রে ছিল। সেটা প্লাস্টিকের থাকায় পুড়ে গিয়ে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছি।’

হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ বলেন, ‘কারেন্ট থেকে আগুন লাগেনি। সিগারেটের অ্যাশ-ট্রে থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে।’

হলের ওয়ার্ডেন সহযোগী অধ্যাপক ড. আফসানা হক জানান, ‘সকালে মেয়েরা জানানোর সঙ্গে সঙ্গেই আমি চলে এসেছি। তারপর সেখানে আগুন নেভানো পর্যন্ত উপস্থিত ছিলাম। ঘটনার সময় রুম তালা দেওয়া ছিল। প্রভোস্টের উপস্থিতিতে আমরা বসে এটা একটা ব্যবস্থা নিব।’

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘হলের ভেতরে আগুন লাগার ঘটনা শুনেছি। আমি একটু অসুস্থ থাকায় আজকে অফিসে যাইনি। আগামীকাল ওয়ার্ডেন ও ছাত্রীদের সঙ্গে বসে বিস্তারিত জানাব।’

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন