বিপিএল, খেলাধুলা, ক্রিকেট

বিপিএলের ইতিহাসে ব্যাট হাতে নতুন রেকর্ড করলেন তামিম

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে জানুয়ারী ২০২৪ ০২:৫৩:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আরও একটি রেকর্ড করলেন তামিম ইকবাল। এ রেকর্ডের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একজন ব্যাটার হিসেবে রেকর্ড সংখ্যা আরও মজবুত করলেন তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেছেন তামিম।

সোমবার (২২ জানুয়ারি) বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। যেখানে বরিশালের হয়ে ইনিংস ওপেন করতে নামেন তামিম। আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তামিম এদিনও সাবলীল ছিলেন। বিপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজারী ক্লাবে পা রাখতে আজকের ম্যাচের আগে তামিমের দরকার ছিল ৩৫ রান। সেটা পূর্ণ করেছেন ইনিংসের ১২তম ওভারে। বিপিএল ক্যারিয়ারে ৯১তম ম্যাচে এসে এই এলিট ক্লাবে জায়গা করে নিলেন তামিম।

এদিন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দারুণ ব্যাটিংয়ের পরও হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। নাসুমকে সুইপ করতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে থেমেছেন ৩৩ বলে ৪০ রান করে। তামিম ফিরলেও তা দলের ওপর খুব একটা প্রভাব ফেলেনি। দলের অপর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ঝোড়ো ব্যাটিং করেন। তাদের ব্যাটে ভর করে ১৮৭ রানের ইনিংস শেষ হয় বরিশালের।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন