বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

আজ এলপিজির নতুন দাম ঘোষণা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

রবিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১৯:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের এলপিজির দাম আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি ২০২৪ মাসের সৌদি সিপি (সৌদি কন্টাক্ট্র প্রাই) অনুযায়ী ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্যহার সংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইট এ আপলোড করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হগাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা তার আগের মাসে ১ হাজার ৪০৪ টাকায় বিক্রি হয়ে আসছিল।

২০২১ সালের ১২ এপ্রিলের আগ পর্যন্ত এলপিজির দর ছিল কোম্পানিগুলোর ইচ্ছাধীন। তবে ১২ এপ্রিল প্রথমবারের মতো দর ঘোষণা করে বিইআরসি।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন