খেলাধুলা, ফুটবল

শুভ জন্মদিন নেইমার

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই ফেব্রুয়ারি ২০২৪ ০৩:২৫:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ নেইমারের জন্মদিন। পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। ফুটবলের এই তারকার জন্ম ১৯৯২ সালে ব্রাজিলের মগি ডাস ক্রজেসে। শৈশবেই নাম লেখান সান্তোসে। এরপর সময় যত গেছে, হয়েছেন পরিপক্ক। ২০১৩ সালে পছন্দের ক্লাব বার্সেলোনাতে যোগ দেন তিনি।

বার্সাতে যোগ দেয়ার পরই তার আসল রূপ দেখে পুরো বিশ্ব। মেসি-নেইমার-সুয়ারেজ, এই ত্রয়ী মিলে গড়েন নানা রেকর্ড। নেইমার বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রেসহ আরও অনেক শিরোপা। তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কিন্তু একটা আক্ষেপ থাকতেই পারে নেইমারের। অবশ্য বিশ্বসেরা ফুটবলার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ব্যালন ডি'অর পুরস্কার জিততে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।
 

এরপর গত ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি'তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখানেও জিতেছেন অনেক শিরোপা। তবে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না জেতায় শেষ পর্যন্ত ২০২৩ সালে নেইমারও পাড়ি জমায় সৌদি আরবে। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান তিনি। তবে সৌদিতে গিয়ে সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ক্লাবটির হয়ে মাত্র তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছেন তিনি।


বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার রয়েছে অসংখ্য ভক্ত ও অনুরাগী। তার নৈপুণ্য ও পায়ের ক্ষমতার জন্য অনেকের কাছে অতিপ্রিয় হয়ে আছেন। ব্রাজিলিয়ান এ তারকার খেলার ধরণ এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সঙ্গে প্রচুর ভক্ত এবং সাবেক খেলোয়াড়দের স্নেহ ও ভালোবাসা। জন্মদিনের অনেক শুভেচ্ছা সেরা ফুটবলার নেইমারকে। ইনজুরি কাটিয়ে দ্রুত মাঠে ফিরুন নেইমার এই প্রত্যাশা ফুটবল ভক্তদের।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন