আন্তর্জাতিক, ভারত

ভারতে প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় বাবা-মায়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৪১:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রেমিকের সঙ্গে একমাত্র মেয়ে পালিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন বাবা-মা। মৃতের নাম উন্নিকৃষ্ণ পিল্লাই এবং বিন্দু।

ভারতের দক্ষিণ কেরালার কোল্লাম জেলার পাভুম্বা গ্রামে ঘটনাটি ঘটেছে। খবর আনন্দবাজারের

স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে উঠেছেন তরুণী। কিন্তু তার সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি। মেয়ে যে তরুণের সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাকে পছন্দ নয় বাবা-মায়ের। এমনকি গোড়া থেকেই এই সম্পর্কে আপত্তি জানিয়েছেন তারা। সেই কারণে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদেও ভুগছিলেন দম্পতি।

পুলিশ সূত্রে খবর, উন্নিকৃষ্ণ এবং তার স্ত্রী বিন্দু তাদের একমাত্র কন্যাকে বারবার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন। কিন্তু তরুণী বাবা-মায়ের কথা গ্রাহ্য না করে সেই সম্পর্কে ছিলেন। শত আপত্তি সত্ত্বেও সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যান তরুণী।

আত্মীয়দের দাবি, তরুণীর বাবা-মা নাকি তাদের মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সারাক্ষণ চিন্তা করতেন। অভিযোগ, কন্যার কারণেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তারা। বাবা-মায়ের বারণ না শুনে প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যান তরুণী।
 

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তরুণীর বাবা-মা। মৃত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন