বাংলাদেশ, জেলার সংবাদ

হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষিকা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ ০৪:২০:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দিলেন বিদ্যালয়ের শিক্ষিকা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার অন্যান্য দিনের মতো পাঠদান চলছিল বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে। জীববিজ্ঞান ক্লাসের শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা রুনিয়া সরকার। এ সময় বিদ্যালয়ে হিজাব পরে না আসায় হঠাৎ তিনি ওই শ্রেণিকক্ষের কয়েকজন শিক্ষার্থীর উপর চড়াও হন। শিক্ষার্থীরা অনুনয়-বিনয় করেও শেষ পর্যন্ত তার হাত থেকে রক্ষা পায়নি। কাঁচি দিয়ে একে একে নয় শিক্ষার্থীর চুল কেটে দেন শিক্ষিকা রুনিয়া সরকার।

সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ গোলাম হোসেন জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

এ ঘটনায় বিদ্যালয় বিমুখ হয়ে পড়েছে ওই শিক্ষার্থীরা। নির্যাতিত শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সঙ্গে সভা শেষে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন