নড়াইলে বিলের মধ্যে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা৪৫ মিনিটে pt6-2720 মডেলের বিমানটি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি এলাকার একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে।
এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। নড়াইল ডিএসবি পুলিশের এসআই আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিমানটি বিকাল পৌনে ৩টার দিকে নড়াইলের তারাশি এলাকার বিলের উপরে উড়তে দেখা যায়। হঠাৎই বিমানটি উপর থেকে নিচের দিকে নামতে থাকে। একপর্যায়ে ধানক্ষেতে পড়ে যায়।

এদিকে জরুরি অবতরণের খবর শুনে ধানক্ষেতে পড়ে থাকা বিমান দেখতে বিলে এসে ভিড় করেন স্থানীয় এলাকাবাসী ও পার্শ্ববর্তী এলাকার উৎসুক জনতা।
পুলিশের প্রাথমিক ধারণা, মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই প্রশিক্ষণ বিমানটি ধানক্ষেতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এছাড়া এ ঘটনায় বিমানে থাকা দুই স্কোয়াড্রন লিডার আপাতত সুস্থ আছেন বলেও নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা সাজেদুল ইসলাম।
উল্লেখ্য, pt6-2720 দুই আরোহী বিশিষ্ট টার্বপ্রপ ইঞ্জিন চালিত বিমান। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত এই প্রশিক্ষণ বিমানটি ১৯৫৮ সালে কানাডায় নকশা করা হলেও, এটি চীনের তৈরি। এর আগেও, ২০২৩ সালের ১৫ই অক্টোবর বগুড়ার একটি গ্রামে বিধ্বস্ত হয় pt6 এর ভিন্ন একটি বিমান।
ডিবিসি/ এইচএপি