বাংলাদেশ, জেলার সংবাদ

বিয়ের জন্য মেয়ে দেখতে এসে পছন্দ না হওয়ায় ছেলের দুলাভাইকে পিটিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই এপ্রিল ২০২৪ ০২:০৭:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের জন্য মেয়ে দেখতে এসে পছন্দ হয়নি বরপক্ষের। পরে তারা ফিরে যাওয়ার সময় কনে পক্ষের লোকজন তাদের ওপর হামলায় চালায়। এ ঘটনায় ছেলের দুলাভাই আজিজুল হক মোল্লা (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চুল খোলা ইউনিয়নের আংড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার ছেলে ও দফাদার মোহাম্মদ আলীর জামাই। 

 

স্থানীয় সূত্র জানায়, মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে দফাদার মোহাম্মাদ আলী গাজীর ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। শুক্রবার বরপক্ষ মেয়েকে দেখতে তাদের বাড়িতে যায়। কিন্তু বরপক্ষের মেয়ে পছন্দ না হওয়ায় তারা ফিরে আসার সময় তাদের ওপর হামলা করে কনে পক্ষ। এ হামলায় ছেলের (হবু বর) দুলাভাই আজিজুল নিহত হন।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ‘আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন