আন্তর্জাতিক, ইউরোপ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই এপ্রিল ২০২৪ ০৫:০১:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে একেবারে শেষ ধাপে রয়েছে ইউরোপের তিনটি দেশ। স্পেন, আয়ারল্যান্ডের সঙ্গে তৃতীয় দেশটি হচ্ছে নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সাথে বৈঠকের পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে নিজেরা প্রস্তুত বলে জানায় আয়ারল্যান্ড ও নরওয়ে। খবর আল জাজিরার।

আন্তর্জাতিক এ সংবাদ মাধ্যমে বলা হয়, স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘স্পেন ‘যত তাড়াতাড়ি সম্ভব’ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায়।’ একই কথা বলেছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ারও। তিনি বলেন, ‘তার দেশও অন্যান্য দেশের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে।’

 

অপরদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমরা প্রস্তুত। সেটি স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে।’ এর আগে ইউরোপের দেশ মাল্টা ও স্লোভেনিয়া জানিয়েছিল, তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ের প্রধানমন্ত্রীর সাথে মাল্টা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর ওই দুই দেশ যৌথভাবে এ ঘোষণা দেয়।

 

আল জাজিরায় বলা হয়, ইসরায়েলের যুদ্ধের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মৃত্যু, অনাহার এবং অবকাঠামোর ক্ষতির ফলে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার ফলে বর্তমান প্রচেষ্টাগুলি এসেছে৷

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন