বাগেরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় নিহত আল-আমিন শেখ (৩৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে।
আহতরা হলেন- বাগেরহাট পিসি কলেজ রোডের হরিণখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি এলাকার ইউনুস গাজীর ছেলে মো. জাহিদ (৩৮) এবং জেলা সদরের ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল নির্মাণশ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ইঞ্জিনচালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনাগামী বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, খুলনা-বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণবিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/আরপিকে