খেলাধুলা, ফুটবল

ব্রাজিলের কোপা স্কোয়াডে চারজন নতুন খেলোয়াড়, এডারসন বাদ

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে মে ২০২৪ ০৪:০৫:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন নিয়মের সুযোগে ব্রাজিল দলে চারজন নতুন খেলোয়াড় যুক্ত করেছেন কোচ দরিভাল জুনিয়র। টুর্নামেন্টের নিয়ম পরিবর্তনের ফলে ২৩ জনের বদলে ২৬ জনের দল গঠন করা যাবে। এই সুযোগ নিয়ে দলে নতুন চার খেলোয়াড়কে ডেকেছেন ব্রাজিল কোচ।

চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাকা হয়েছে সাও পাওলোর গোলরক্ষক রাফায়েলকে। এছাড়াও ডিফেন্ডার গ্লেসন ব্রেমার, মিডফিল্ডার এডারসন এবং ফরোয়ার্ড পেপেকেও নতুন করে দলে নেওয়া হয়েছে।

 

কোচ দরিভাল বলেছেন, ‘যখনই ডাকা হোক না কেন, দলে থাকা সকল খেলোয়াড়কে মূল একাদশে জায়গা করে নিতে একই রকমের শর্ত এবং প্রতিযোগিতা পার করেই আসতে হবে।’

 

কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে গোলরক্ষক হিসেবে থাকছেন আলিসন (লিভারপুল), রাফায়েল (সাও পাওলো), বেন্তো (আটলেটিকো মিনেইরো)

 

ডিফেন্ডার: মারকিনিওস (প্যারিস সেন্ট-জার্মেইন), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), গুয়েলহার্মে অ্যারেনা (অ্যাটলেটিকো মিনেইরো), গ্লেসন ব্রেমার (জুভেন্টাস), ইয়ান কৌতো (ফ্লামেঙ্গো), ওয়েন্দেল (পোর্তো)

 

মিডফিল্ডার: ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফেডেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), কাজেমিরো (রেয়াল মাদ্রিদ), আন্দ্রেয়াস পেরেইরা (ফ্লামেঙ্গো), এডারসন (আতালান্টা)

 

ফরোয়ার্ড: ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (লিডস ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), আন্তোনিও (ম্যানচেস্টার ইউনাইটেড), ইভানিলসন (পোর্তো), পেপে (কুরিটিবা)

 

ব্রাজিল কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। এরপর ২৪ জুন কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলবে।

 

ডিবিসি/ শিহাব

আরও পড়ুন