খেলাধুলা, ক্রিকেট

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর নিয়ম-কানুন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩১শে মে ২০২৪ ০৮:১৩:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে আগামী ২ জুন। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে ৪টি গ্রুপে বিভক্ত  ২০টি দল। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। গ্রুপ ‘বি’-তে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। গ্রুপ ‘সি’-তে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি আর গ্রুপ ‘ডি’-তে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রতিটি দল গ্রুপে অন্যদের সাথে ৪টি করে ম্যাচ খেলবে।

 

প্রতিটি ম্যাচ জয়ের জন্য ২ পয়েন্ট এবং পরিত্যক্ত ম্যাচের জন্য ১ পয়েন্ট। যদি গ্রুপ পর্বে সমান পয়েন্ট থাকে, সেক্ষেত্রে রান রেটের বিবেচনা করা হবে। সেখানেও যদি সমান থাকে তাহলে হেড-টু-হেড বিবেচনা করে জয়ী দল চলে যাবে সুপার এইটে। গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সুপার এইটে।

 

সুপার এইটের ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দু'টি দল সেমিফাইনালে ওঠবে। যেখানে এক গ্রুপের চ্যাম্পিয়ন অন্য গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। বিজয়ী দুটি দল খেলবে ফাইনালে। ম্যাচ ড্র হলে খেলা গড়াবে সুপার ওভারে। সুপার ওভারেও ড্র হলে ফলাফল আসা পর্যন্ত ধারবাহিকভাবে সুপার ওভার চলতে থাকবে। তবে সুপার ওভারের নেট রান মূল ম্যাচের রান রেটের সাথে অন্তর্ভুক্ত হবে না।

 

ম্যাচের নিয়ম:

 

প্রতিটি ম্যাচ ২০ ওভারের। ড্র হলে সুপার ওভার। সুপার ওভারেও ড্র হলে ধারাবাহিকভাবে সুপার ওভার। সুপার ওভারের নেট রান মূল ম্যাচের রান রেটের সাথে যোগ হবে না। বিরূপ আবহাওয়ার কারণে ওভার কমিয়ে আনা হলে, গ্রুপ পর্বে ন্যূনতম ৫ ওভার এবং সেমিফাইনাল ও ফাইনালে ন্যূনতম ১০ ওভার।

 

গ্রুপ পর্বের জন্য কোনো রিজার্ভ ডে নেই। প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই, তবে অতিরিক্ত ২৫০ মিনিট সময় আছে। প্রতিটি ম্যাচ শেষ করতে হবে ৩ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে। প্রতি ইনিংসের জন্য সময়: ১ ঘণ্টা ২৫ মিনিট। ইনিংস বিরতি সর্বোচ্চ ২০ মিনিট। স্টপ ক্লক ব্যবহার করা হবে। বোলারকে এক ওভার শেষ হওয়ার এক মিনিটের মধ্যে পরবর্তী ওভার শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে।

 

ডিবিসি/শিহাব

আরও পড়ুন