মিস্টারবিস্ট (MrBeast) ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা চ্যানেল টি-সিরিজকে (T-Series) ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব চ্যানেল মি.বিস্ট এখন বিশ্বের শীর্ষ ইউটিউব চ্যানেল। স্বতন্ত্র ভিডিও নির্মাতা হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যায় মি.বিস্টই এখন বিশ্বের শ্রেষ্ঠ ইউটিউবার।
সবাইকে খুশি করার জন্য এখন ইউটিউব হচ্ছে একটি প্রধান বিনোদন স্তর। ইউটিউবে আমরা হরেক রকমের ভিডিও পেয়ে যাই। আর তাই বিনোদনের পাশাপাশি বিভিন্ন বিষয় শেখা ও জানার জন্য ইউটিউবের বিভিন্ন চ্যানেলের দর্শক হন অনেকেই, সেটাকে ইউটিউবের ভাষায় সাবস্ক্রাইবার বলে।
সাবস্ক্রাইবারের সংখ্যার বিচারে ইউটিউবে জনপ্রিয়তা ধরে রাখেন অনেকেই। এরই মধ্যে কয়েকবছর ধরে সেই জনপ্রিয়তা ধরে রেখেছিল জনপ্রিয় সংগীত ও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান টি-সিরিজ (T-Series), সেটা এখন আর নেই। সেই স্থান দখল করে নিয়েছে জনপ্রিয় ইউটিউবার মি.বিস্ট (MrBeast)। সাবস্ক্রিপশনের সংখ্যায় দীর্ঘসময় ইউটিউবের প্রথম স্থান ধরে রাখা ভারতের সংগীত ও সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান ‘টি সিরিজ’ চ্যানেলকে ছাড়িয়ে মি.বিস্ট (আমেরিকান ইউটিউবার জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন) এখন ১ নম্বরে।
সম্প্রতি সর্বাধিক সাবস্ক্রাইব উদ্যাপন করে জনপ্রিয় ইউটিউবার মি. বিস্ট তার সোশ্যাল মিডিয়া X প্ল্যাটফর্মে ব্যঙ্গ করে বলেছেন যে, তিনি অবশেষে ‘পিউডিপির প্রতিশোধ নিয়েছেন।’
PewDiePie কে ছাড়িয়ে T-Series ২০১৯ সাল থেকে সাবস্ক্রাইবারের শীর্ষস্থানে রয়েছে। তবে এরপর তরুণ ইউটিউবার MrBeast ২০২৩ সালের শুরুতে প্রতিশোধ নিতে প্রতিশ্রুতি দিয়েছিল। তার তখন ১২৭ মিলিয়ন সাবস্ক্রাইবার ছিল, যা T-Series-এর ২৩৩ মিলিয়ন থেকে একটি উল্লেখযোগ্য দূরত্ব ছিল। অবশেষে ১ জুন জনপ্রিয় সংগীত নির্মাতা প্রতিষ্ঠান টি-সিরিজকে (T-Series) হারিয়ে শীর্ষস্থানে পৌঁছে যায় মি.বিস্ট (MrBeast)। প্রযুক্তি উদ্যোক্তা ও এক্স এর মালিক ইলন মাস্ক মি.বিস্টের টুইটের কমেন্ট বক্সে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
ডিবিসি/আরপিকে