বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে জুন ২০২৪ ১০:৩১:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগম (২৫) কে কুপিয়ে হত্যা করেছে স্বামী শিহাব উদ্দিন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে পাষণ্ড স্বামী শিহাব।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের চরসেকান্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগমের পৈত্রিক বাড়ি একই উপজেলার চরপোড়াগাছা এলাকায়। ঘাতক শিহাবের বাড়ি ঘটনাস্থলের পার্শ্ববর্তী শ্যামল গ্রামে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রামগতি উপজেলার সুজন গ্রামের একটি মসজিদে মুয়াজ্জিনের চাকরি করতেন শিহাব উদ্দিন। এই সুবাদে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী শাহনাজ বেগমসহ বসবাস করতেন তিনি। সকালে অন্যত্র খাসি জবাই করে বাসায় ফিরেন শিহাব। এসময় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শিহাবের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে স্ত্রী শাহনাজ বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি। পরে ঘরে শাহনাজ বেগমের লাশ ফেলে পালিয়ে যায় শিহাব। ঘটনার কিছুক্ষণ পর ঘর থেকে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেহ উদ্দিন জানান, স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। অভিযুক্ত ঘাতক স্বামী শিহাব উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে ।
 

ডিবিসি/সাকিব

আরও পড়ুন