আন্তর্জাতিক

দ.কোরিয়ান গান শোনা ও সিনেমা দেখায় উ.কোরিয়ায় যুবকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৯শে জুন ২০২৪ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ কোরিয়ার ছবি ও কে-পপ গান শোনায় উত্তর কোরিয়ায় ২০২২ সালে প্রকাশ্যে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গতকাল বৃহস্পতিবার ‘উত্তর কোরিয়া মানবাধিকার প্রতিবেদন ২০২৪’ প্রকাশ করা হয়। এই প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

২২ বছর বয়সী ওই যুবক দক্ষিণ কোরিয়ার ৭০টি গান ও তিনটি ছবি দেখার পাশাপাশি সেগুলো অন্যদেরও দিয়েছিলেন। দক্ষিণের সংস্কৃতি দেখা এবং সেগুলো অন্যদের সরবরাহ করার বিষয়টি একটি গুরুতর অপরাধ হিসেবে দেখে উত্তর কোরিয়া।

ওই যুবকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি জানিয়েছেন উত্তর কোরিয়ার একাধিক নাগরিক। যারা তাদের নিজ দেশ থেকে পালিয়ে দক্ষিণে চলে এসেছেন।

দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা সংস্কৃতি যেন কোনভাবেই ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২০২০ সালে কঠিন আইন করে উত্তর কোরিয়া। যারা এই আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।

তবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অস্বীকার করে থাকে উত্তর কোরিয়া। তারা দাবি করে, তাদের নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরনের প্রচারণা চালানো হয়।

পশ্চিমা সংস্কৃতির কাছে যেন সাধারণ মানুষ ঘেঁষতে না পারেন সেই প্রচেষ্টা উত্তর কোরিয়ায় চলছে কিম জং-টু এর আমল থেকে। তার ছেলে কিম জং উন ক্ষমতায় আসার পর এই প্রচেষ্টা আরও কঠোর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ‘রেডিও ফ্রি এশিয়া’ ২০২২ সালে জানিয়েছিল ‘পুঁজিবাদ’ ফ্যাশন ও চুলে কাটিং দেওয়ার ওপরও কর্তৃত্ব স্থাপনের চেস্টা চালিয়ে থাকে উত্তর কোরিয়া।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন