বাংলাদেশ, জেলার সংবাদ

রক্ষীদের ওপর হামলা করে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছে কয়েকজন বন্দী

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৭ই আগস্ট ২০২৪ ০৫:৩৬:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে। বুধবার (৭ই আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা পালিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা ফাঁকা গুলি করে। খরব পেয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে বলে জানিয়েছে জেল সুপার।

জেল সুপার আব্দুল বারেক বলেন, ‘বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে। আরও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।’

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগারে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এতে কেউ হতাহত হয়নি।’

 

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা জানিয়েছেন ১২-১৩ জন  বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। বন্দিদের পালানো ঠেকাতে কারারক্ষীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।খবর পেয়ে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

কারারক্ষীরা জানান, জেলখানার ভেতরের রান্নাঘর থেকে চেলা কাঠ সংগ্রহ করে কারাগারের প্রধান ফটকের আগের ফটকটি ভেঙ্গে বেরিয়ে আসেন দেড় শতাধিক বন্দী। এ সময় কারারক্ষীরা বাধা দিতে গেলে বন্দিরা তাদের উপর হামলা চালায়। এরপর বন্দীরা প্রধান ফটোকের কারারক্ষীকে মারপিট করে তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে তালা খুলে একে একে বেরিয়ে যেতে শুরু করে। এ সময় জেলখানার বাইরে থাকা কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে তাদের আটকানোর চেষ্টা করে। তবে তার আগেই বেশ কয়েকজন বন্দী পালিয়ে যেতে সক্ষম হয়।

 

জেল সুপার আব্দুল বারেক আরও জানান, ঠিক কতজন বন্দী জেল থেকে পালিয়ে গেছেন তা তাৎক্ষণিকভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এছাড়া পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে কোন জঙ্গি বা বড় মাপের সন্ত্রাসী আছে কিনা সেটাও বলতে পারেননি ওই কর্মকর্তা। 

 

তিনি বলেন, ‘বন্দীদের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। তালিকা মেলানোর পর জানা যাবে কতজন বন্দী পালিয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া বন্দীদের পরিচয় জানা যাবে।’

 

ডিবিসি/এসএইচ

আরও পড়ুন