বাংলাদেশ, জেলার সংবাদ

রূপগঞ্জে মাইকিং করে ভাঙা হলো মসজিদ ও লেংটার মাজার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৫:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাইকিং করে লোক জড়ো করার পর গুড়িয়ে দেওয়া হয়েছে রূপগঞ্জের ৮০ বছরের পুরানো একটি মাজার।

উপজেলার পূর্বাচল ১১ নম্বরে সেক্টরে অবস্থিত এই মাজারটি হজরত হোসেন আলী শাহের বা লেংটার মাজার হিসেবেই বেশি পরিচিত। হামলাকারীরা ভেকু দিয়ে মাজার এবং মসজিদসহ গুড়িয়ে দিয়েছে। পরে আগুন জ্বালিয়ে দেয়।

 

মঙ্গলবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানান মাজারের খাদেম জাকির হোসেন। তিনি বলেন, রাতে দুই থেকে আড়াইশ জন ব্যক্তি মাজারে প্রবেশ করে হামলা চালায়। ভেকু দিয়ে মাজারটি ভেঙে ফেলে ও পাশের টিনশেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

 

মাজার ভাঙার খবর পেয়ে পরদিন (১১ই সেপ্টেম্বর) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এবং র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, রাতে দুর্বৃত্তরা মাজারে হামলা ও ভাঙচুর করে। এমনকি মাজারে মসজিদে আগুন জ্বালিয়ে দেয়। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন