বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ার মিরপুরে দখল-লুটতরাজ ও চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২১শে সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৭:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাঁদাবাজির টাকায় সভাপতি তার স্বজনদের জন্য নতুন গাড়ি কিনেছেন বলে অভিযোগ করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রহমত আলী রব্বান। অন্যদিকে নিজের অপকর্ম ঢাকতে সাধারন সম্পাদক মিথ্যা অভিযোগ করেছেন বলে দাবী সভাপতি আব্দুল হক এর। অপরদিকে সাধারণ মানুষের অভিযোগ দুজনের বিরুদ্ধেই।

কুষ্টিয়া মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মুদি দোকানী আব্দুর রাজ্জাকের অভিযোগ, তার দোকানে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে বসতো। এ অপরাধে ৬ আগষ্ট তার দোকান বন্ধ করে দেয় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের ভাতিজা মুনা। এর ফলে গত দেড় মাস ধরে আব্দুর রাজ্জাকের আয় রোজগার বন্ধ রয়েছে বলে জানান তিনি। অসুস্থ আব্দুর রাজ্জাক এখন আতঙ্কে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।

 

উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একের পর এক দখলবাজি ও চাঁদার দাবিতে সরকারি ঠিকাদারি কাজে বাধাদান ও চাঁদার টাকা না দেয়ায় স্থানীয়দের হয়রানির শিকার হতে হয়েছে, এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে বিএডিসির আমলা আলুবীজ খামারে চাঁদা দাবির অভিযোগ আব্দুল হকের লোকদের বিরুদ্ধে।

 

উপজেলার কচুবাড়িয়া এলাকায় ৮০ লাখ টাকা দিয়ে জমি কিনে বাধার কারণে এখন কাজ করতে পারছেন না বলে জানান আমিরুল ইসলাম নামের এক ভুক্তভোগী। গত ৪ মাস ধরে কাজ করলেও ৫ আগষ্টের পর জমির মালিকানা দাবি করে ভয়ভীতি দেখাচ্ছেন মুসা নামের অপর এক ব্যক্তি। আব্দুল হকের ভাতিজাদের সাথে নিয়ে মুসা কাজে বাধা দিচ্ছে বলে উঠেছে অভিযোগ। এতে করে ক্ষোভ জানিয়েছেন এলাকার সাধারন মানুষ।

 

এ বিষয়ে জমির মালিক দাবিদার শ্যামল বলেন, দাবিকৃত চাঁদা না পেয়ে দুই শিক্ষককে মারধর করেছেন হক ও তার পোষ্য বাহিনী।

 

এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল হক বলেন, রহমত আলী রব্বান মানুষের ক্লিনিকসহ ফার্মেসী পুড়িয়ে লুটপাট করেছে। সাবেক এমপির ছেলের মাইক্রো দখলে নিয়েছে। নিজের অপকর্ম ঢাকতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

তবে সাধারণ মানুষ উভয় পক্ষকে চাঁদাবাজিসহ সকল অপকর্মের জন্য দায়ী করেছেন এবং প্রতিকার চেয়েছেন। 

 

ডিবিসি/এসকে

আরও পড়ুন