খেলাধুলা, ফুটবল

আর্জেন্টিনার হার ব্রাজিলের ড্র, বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে কে কোথায়

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ০৩:০৭:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিফা নভেম্বর উইন্ডোতে দুইটি করে ম্যাচ খেলবে দক্ষিণ আমিরেকি অঞ্চলের দলগুলো। ম্যাচগুলো ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অংশ। প্রথম দিনেই মাঠে নামে ওই অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দুইটিতে জয় পায়নি ব্রাজিল-আর্জেন্টিনার কেউই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) দিনগত রাত তিনটায় ভেনেজুয়েলার মুখোমুখি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। আড়াই ঘণ্টা পর প্যারাগুয়ের মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসিরা হারে ২-১ গোলে।

 

এছাড়াও এদিন অন্য ম্যাচে মুখোমুখি ইকুয়েডর ও বলিভিয়া। ইকুয়েডর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। তিন ম্যাচের ফলাফলের পরই পরিবর্তন আসে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে।

 

টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর টেবিলে ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করে টেবিলের দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে ব্রাজিল। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে তারা। এদিকে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের ধরে ফেলার।

 

শনিবার (১৬ই নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে জয় পেলে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়া। এদিকে উরুগুয়েরও সুযোগ আছে দুইয়ে ওঠার। শনিবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে চার থেকে দুইয়ে উঠে যাবে তারা। তখন ব্রাজিল নেমে যাবে চার নম্বরে।

 

এক নজরে দেখে নেয়া যাক বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল-

বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন