খেলাধুলা, ফুটবল

অস্কার ফিরলেন পুরনো ঠিকানায়

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুরোনো ঠিকানায় ফিরছেন অস্কার। ব্রাজিলের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে দেশটির ক্লাব সাও পাওলো। ‘ঘরে’ ফিরতে পেরে যেন আনন্দের শেষ নেই চেলসির সাবেক ফুটবলারের।

বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদন থেকে জানা যায়, ৩৩ বছর বয়সী অস্কারের সঙ্গে তিন বছরের চুক্তির কথা মঙ্গলবার নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সেরি আর ক্লাব সাও পাওলো।

 

২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাও পাওলোর যুব দলে খেলেন অস্কার। এরপর দুই বছর খেলেন ক্লাবটির মূল দলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় কাটান তিনি চেলসিতে। ইংলিশ ক্লাবটির হয়ে সাড়ে চার বছরের অধ্যায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ২০৩ ম্যাচ, গোল করেন ৩৮টি। এই সময়ে জেতেন প্রিমিয়ার লিগ, লিগ কাপ ও ইউরোপা কাপ।

গত আট মৌসুম অস্কার খেলেন চীনের ক্লাব সাংহাই পোর্টের জার্সিতে। চাইনিজ সুপার লিগের শিরোপার স্বাদ পান তিনবার। এবার যোগ দিলেন চেনা ঠিকানায়।

 

লম্বা সময় পর আবারও সাও পাওলোর হয়ে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ৪৮ ম্যাচ খেলা অস্কার।
 

“ব্রাজিলে ফিরতে পেরে এবং সাও পাওলো, যে ক্লাবে ক্যারিয়ার শুরু করেছিলাম, ভিত্তি তৈরি করেছিলাম এবং বেড়ে উঠেছি, সেখানে খেলার সুযোগ পেয়ে আমি খুশি।”

 

ডিবিসি/এমজেড

আরও পড়ুন