বাংলাদেশ, শিক্ষা

২০২৫ সালে মাদ্রাসায় ছুটি ৭৫ দিন

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ১লা জানুয়ারী ২০২৫ ০৬:০৬:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন বছরে সাপ্তাহিক ছুটির বাইরে ৭৫ দিন ছুটি পাচ্ছে দেশের মাদ্রাসাগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মঙ্গলবার এই ছুটির তালিকা প্রকাশ করেছে, যেখানে ইবতেদায়ি ও দাখিল স্তরের পরীক্ষার সময়সূচি ও ছুটি সংক্রান্ত বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে।

২০২৫ সালে সর্বোচ্চ ৩৮ দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, লাইলাতুল ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি চলবে।


দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দিন ছুটি থাকবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। আগামী ৩ জুন থেকে ১৬ জুন এই ছুটি চলবে। মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন, তবে তা উপভোগ করতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়ে।

 

ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে, সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসায় যথাযথ পাঠপরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ি ও দাখিল স্তরে অর্ধবার্ষিকী পরীক্ষা ১২ মে থেকে ২ জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ২৫ জুন। বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হবে, ফল প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন