আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন কোনোভাবেই এপ্রিলের পর নেয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩রা মে) মগবাজারে দলের জেলা ও মহানগরী আমির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, নারী অধিকার সংস্কার কমিশনের রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে, যা মোটেও সমর্থনযোগ্য নয়।
ডা. শফিক বলেন, কোরআনের বিপক্ষে কোনো সুপারিশ জনগণ মানবে না। এ সময়ে নারী সংস্কার কমিটি বাতিলের দাবি জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। এ প্রেক্ষিতে প্রকৃতির নানা বিষয় মাথায় রাখারও পরামর্শ দেন তিনি। জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির।
ডিবিসি/ অমিত