বাংলাদেশ, স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৪

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ২১শে জুন ২০২৫ ০৯:৫২:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও চারজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২১ই জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯০ শতাংশ।

 

মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৭১ থেকে ৮০ বছর। একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। তারা যথাক্রমে একটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫১০ জনে। এর মধ্যে চলতি ২০২৫ সালে মারা গেছেন ১১ জন। অন্যদিকে, দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনে। এর মধ্যে এ বছর শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন