বাংলাদেশ, রাজধানী

রামপুরা গ্রিডে বিপর্যয়: রাজধানীর একাধিক এলাকা অন্ধকারে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২২শে জুন ২০২৫ ১১:৪৪:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানীর একাংশ। রবিবার (২২শে জুন) রাত ১০টার দিকে এ কারিগরি ত্রুটির ঘটনা ঘটে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানিয়েছেন, রামপুরা সাবস্টেশনের এই বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাধীন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "পিজিসিবির কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্প পথে (বাইপাস করে) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।"

 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার এবং হাতিরপুলসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আকস্মিক এই লোডশেডিংয়ের কারণে গরমে দুর্ভোগে পড়েন এসব এলাকার বাসিন্দারা।

 

এদিকে, পিজিসিবি কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, "রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ৯টা ৫০ মিনিটে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। সম্ভাব্য দ্রুততম সময়ে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।"

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন