গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হওয়া তিস্তা দ্বিতীয় সেতু, যা এখন ‘মাওলানা ভাসানী সেতু’ নামে পরিচিত, উদ্বোধনের মাত্র একদিন পরেই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল।
এতে সন্ধ্যার পর থেকে সেতুটির একটি অংশ ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত থাকছে। বহুল প্রত্যাশিত ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ল্যাম্পপোস্ট থেকে তার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১শে আগস্ট) বিকেলে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে সংশ্লিষ্টরা দেখতে পান যে বাতিগুলো জ্বলছে না। অনুসন্ধানের পর জানা যায়, সেতুর হরিপুর পয়েন্ট থেকে বিদ্যুৎ সংযোগের জন্য বসানো বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরচক্র।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান মিলন রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "ক্যাবল চুরি হওয়ায় বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হয়নি এবং সেতুটি এখনও অন্ধকারে রয়েছে।"
উদ্বোধনের পরদিনই এমন ন্যাক্কারজনক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
তবে আবার নতুন করে ক্যাবল প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে।
ডিবিসি/এমইউএ