বাংলাদেশ

নারী উপদেষ্টাকে নিয়ে অশালীন মন্তব্য: ক্ষমা চাইলেন অভিনেতা স্বাধীন খসরু

ডিবিসি ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা স্বাধীন খসরু। বিতর্কের জেরে অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।

শুক্রবার (২২শে আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে ‘অনুশোচনা’ শিরোনামে একটি পোস্টের মাধ্যমে তিনি দুঃখ প্রকাশ করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে স্বাধীন খসরু সৈয়দা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই তার এই বক্তব্যকে ‘অশালীন’, ‘রুচিহীন’ এবং ‘মানসিক বিকারগ্রস্ততা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন। সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে।

 

চাপের মুখে, স্বাধীন খসরু তার ফেসবুক পোস্টে লেখেন, “গতকাল আমার ছোট একটি ভিডিও পোস্ট করা নিয়ে অনেক আলোচনা-সমালোচনার উত্তাপ ছড়াচ্ছে। এখানে কোনো নারী কেন, নারী-পুরুষ বলে কোনো কথা না, আমি সমগ্র মানব জাতিকে সম্মান করি। কাউকে আঘাত বা আক্রমণ করার বিন্দুমাত্র ইচ্ছে বা উদ্দেশ্য ছিল না।”

 

তিনি আরও দাবি করেন, “এটা ছিল গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া কিছু ঘটনা থেকে জমে ওঠা আমার একান্তই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র।”

 

পোস্টের শেষে তিনি লেখেন, “আমার কথায়, যদি কেউ মনোকষ্ট বা আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। সবাই ভালো থাকুন। মানুষ এবং মানবতার জয় হোক।”

 

প্রসঙ্গত, স্বাধীন খসরু নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তবে দীর্ঘদিন ধরেই তিনি অভিনয়ে নিয়মিত নন। হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তিনি নিজেকে আরও গুটিয়ে নেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি দেশে ফিরে তিনি নুহাশ হুমায়ূনের পরিচালনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এই ঘটনার পর তার অতীত কর্মকাণ্ড এবং বর্তমান অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন