বাংলাদেশ, জেলার সংবাদ

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক! করা হলো সিলগালা

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে আগস্ট ২০২৫ ০৩:৪৩:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক করার বিষয়ে সংবাদ প্রকাশের পর প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটারটি সিলগালা করে দেয়া হয়েছে।

নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক’ করে পরে সেটি আপলোড করেন। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভূত। এ নিয়ে বুধবার (২৭শে আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। েআর এমন ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়চড়ে বসে স্বাস্থ্য বিভাগ। পরে বৃহস্পতিবার (২৮শে আগস্ট) বেলা ১১টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করার নির্দেশ দেন।

 

তিনি বলেন, অপারেশন থিয়েটারের কোনো কর্মকান্ড প্রকাশ করা দন্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। অপারেশন থিয়েটারে টিকটক ভিডিও প্রকাশ হলে এটি স্বাস্থ্য বিভাগের নজরে আসে। পরে নড়াইল জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ওই প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন