আন্তর্জাতিক

ভারতে ৬টির বদলে ৪টি ফুচকা দেয়ায় রাস্তা অবরোধ করলেন এক নারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কোনো রাজনৈতিক বা সামাজিক দাবি নয়, সামান্য ফুচকাকে কেন্দ্র করে ভারতের গুজরাট রাজ্যের ভাদোদরায় এক নারী প্রতিবাদ জানিয়েছেন। ২০ রুপির বিনিময়ে ৬টি ফুচকা দেওয়ার কথা থাকলেও বিক্রেতা তাকে ৪টি দেওয়ায় প্রতারিত হয়েছেন- এই অভিযোগে তিনি রাস্তায় বসে পড়ে যান চলাচল বন্ধ করে দেন।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভাদোদরার বিখ্যাত সুরসাগর হ্রদের কাছে। সম্প্রতি এক নারী সেখানকার এক পথবিক্রেতার কাছ থেকে ২০ রুপি দিয়ে ফুচকা (গোলগাপ্পা) কেনেন। তার দাবি ছিল, বিক্রেতা তাকে ছয়টি ফুচকা দেওয়ার কথা বললেও মাত্র চারটি দেন। বাকি দুটি ফুচকা চাইলেও বিক্রেতা তা দিতে অস্বীকার করেন।

 

এর প্রতিবাদে ওই নারী তৎক্ষণাৎ রাস্তার মাঝখানে বসে পড়েন এবং তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে উঠবেন না বলে জানিয়ে দেন। তার এই আকস্মিক প্রতিবাদের ফলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চালকরা তার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং পথচারীরা এই অবাক করা দৃশ্য নিজেদের মোবাইলে ধারণ করতে শুরু করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয়। পুলিশের সামনেই ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং জোর গলায় বলতে থাকেন, "২০ রুপিতে ছয়টি ফুচকাই দিতে হবে, একটিও কম নয়।"

 

প্রায় কয়েক ঘণ্টা ধরে এই অচলাবস্থা চলার পর, কর্তৃপক্ষ অবশেষে হস্তক্ষেপ করে। পুলিশ ওই নারীকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই দীর্ঘ প্রতিবাদের শেষে তিনি তার দাবিকৃত অতিরিক্ত দুটি ফুচকা পেয়েছিলেন কি না, তা জানা যায়নি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন