বাংলাদেশ, জেলার সংবাদ

বগুড়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২২শে সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৬:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বগুড়ার শেরপুর উপজেলা থেকে প্রায় পাঁচ মণ ওজনের একটি প্রাচীন কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‍্যাব। রবিবার (২১শে সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব-১২ বগুড়ার একটি দল কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমুইন গ্রামে অভিযান চালিয়ে এই মূর্তিটি উদ্ধার করে। এ সময় মূর্তি পাচারের অভিযোগে আবুল বাসার ও আল আমিন সরকার নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ১৯০ কেজি বা পাঁচ মণ এবং এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। শেরপুরের দক্ষিণ আমুইন গ্রামের সোনালী পুকুরের পাশে একটি ঘরের মাটির নিচ থেকে এই মূর্তিটি পাওয়া যায়।

 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মূর্তিটি উচ্চমূল্যে বিক্রয় এবং বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গবেষণা ও সংরক্ষণের জন্য সরকারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন