আন্তর্জাতিক, এশিয়া

গাজা সিটিতে লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কোম্পানি কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৩:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা সিটিতে চলমান সামরিক অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর একজন কোম্পানি কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

নিহত সেনা কর্মকর্তার নাম মেজর শাহার নেতানেল বোজাগলো (২৭)। তিনি ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। গত সপ্তাহে শুরু হওয়া নতুন এই অভিযানে এটিই প্রথম ইসরায়েলি সেনা নিহতের ঘটনা। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এসকল তথ্য জানা যায়।

 

আইডিএফ-এর প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার (২২শে সেপ্টেম্বর) হামাসের একজন যোদ্ধা বোজাগলোর ট্যাঙ্কে একটি আরপিজি (রকেট-প্রপেলড গ্রেনেড) দিয়ে হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আইডিএফ এক বিবৃতিতে মেজর বোজাগলোকে একজন ‘শ্রদ্ধেয় কমান্ডার ও সৈন্যদের কাছে প্রিয়’ বলে উল্লেখ করেছে। তিনি সেপ্টেম্বরের শুরুতে কোম্পানি কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন এবং পূর্বে তার কাজের জন্য শ্রেষ্ঠত্বের পুরস্কারও পেয়েছিলেন।

 

এদিকে, এই সংঘাতের আবহে গাজার হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের আহ্বানের পর প্রায় ৬ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি গাজা সিটি ছেড়ে দক্ষিণাঞ্চলে আশ্রয় নিয়েছে।

 

এই অভিযান নিয়ে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবং এমনকি আইডিএফ প্রধানের উদ্বেগের খবরও গণমাধ্যমে এসেছে। সাহায্য সংস্থাগুলো মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করছে। এছাড়া, সোমবারের লড়াইয়ে আরও একজন ইসরায়েলি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং আইডিএফ গাজা থেকে ছোড়া রকেট হামলা প্রতিহত করার পাশাপাশি হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন