অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের একটি বড় অংশ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বা লিয়াজোঁ স্থাপন করেছেন বলে গুরুতর অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেছেন, এই উপদেষ্টারা এখন নিজেদের ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন, তাদের অনেকের উপর বিশ্বাস রাখাটা ছিল ভুল সিদ্ধান্ত। তাঁর মতে, তাঁদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা এবং সম্মিলিতভাবে সরকারে অংশ নেওয়া। তিনি মনে করেন, তারা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর যে আস্থা রেখেছিলেন, সেই জায়গায় তারা প্রতারিত হয়েছেন।
তিনি সরাসরি অভিযোগ করেন যে, অনেক উপদেষ্টা নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছেন অথবা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরও বলেন, যখন সময় আসবে, তখন তাদেরও নাম প্রকাশ করা হবে।
নাহিদ ইসলাম জানান, এই উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করে ফেলেছেন। তারা সম্ভবত ভাবছেন যে রাজনৈতিক দলগুলোর সমর্থন না থাকলে তারা সরকার পরিচালনা করতে পারবেন না এবং তাই তারা নিজেদের নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। যদিও তিনি স্বীকার করেন, রাজনৈতিক দলগুলো নানাভাবে সরকারকে বাধা দিয়েছে।
ডিবিসি/এফএইচআর