ইসরায়েলের সামরিক বাহিনী ও পুলিশ মঙ্গলবার জানিয়েছে,দেশটির কিরিয়াত আরবা এলাকায় বন্ধুর বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সৈন্য। গুলি চালানো তার সেই বন্ধুটি বর্ডার পুলিশের একজন সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছুটিতে বাড়িতে থাকা একজন কর্মকর্তার ব্যক্তিগত অস্ত্র থেকে একটি গুলি দুর্ঘটনাবশত ফায়ার হয়ে অন্য এক ব্যক্তিকে আঘাত করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ছুটিতে বাড়িতে থাকা একজন কর্মকর্তার ব্যক্তিগত অস্ত্র থেকে একটি গুলি দুর্ঘটনাবশত ফায়ার হয়ে অন্য এক ব্যক্তিকে আঘাত করে। ছুটিতে থাকা ওই সৈন্যকে গুলি লাগার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই তাকে মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনার পর মিলিটারি পুলিশ এবং পুলিশ অভ্যন্তরীণ তদন্ত বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। গুলি চালানো সেই অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ডিবিসি/এফএইচআর