বাংলাদেশ

ইসরায়েলি সেনারা শহিদুল আলমের বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছিল: দেশে ফিরে ক্ষোভ প্রকাশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১১ই অক্টোবর ২০২৫ ০৭:২৭:৫৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনের গাজাগামী আন্তর্জাতিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি ইসরায়েলি সেনাদের দ্বারা তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং এটিকে তার জন্য সবচেয়ে বড় অপমান বলে উল্লেখ করেছেন।

শনিবার (১১ই অক্টোবর) ভোর পাঁচটায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

 

শহিদুল আলম জানান, গাজাবাসীদের উপর যা হচ্ছে তার তুলনায় তাদের উপর নির্যাতন কিছুই না। তবে, তার কাছে সবচেয়ে বেশি অপমানবোধ হয়েছে যখন ইসরায়েলি সেনারা তার বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছিল। তিনি বলেন, 'এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে। এবং এই অপমানবোধের মানে এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে।'

 

তিনি আরও উল্লেখ করেন, তাদের ফ্লোটিলায় সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীরা প্রধান আরোহী ছিলেন, কারণ ইসরায়েলের সবচেয়ে বেশি আক্রোশ এই কর্মীদের উপরে এবং সবচেয়ে বেশি হত্যা করা হয়েছে সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীদের। তারা এর প্রতিবাদেই সেখানে গিয়েছিলেন।

 

দেশে ফিরে শহিদুল আলম তার মুক্তির ব্যাপারে সহায়তার জন্য সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানান, পাশাপাশি তুরস্ক সরকার, তুরস্ক এয়ারলাইন্স এবং বাংলাদেশ সরকারকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

তবে, তিনি জোর দিয়ে বলেন যে, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। তিনি বলেন, এখনো কিন্তু গাজা মুক্ত হয়নি, গাজার মানুষরা এখনো আক্রান্ত, তাদের উপর এখনো নির্যাতন চলছে এবং সেটা যতক্ষণ না হয় আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। তিনি মনে করেন, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আরও হাজার হাজার ফ্লোটিলা সেখানে যাওয়া দরকার।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন