পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আবারও মনোনীত করবেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তিতে মধ্যস্থতার ভূমিকার জন্য তাকে এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানান তিনি।
সোমবার (১৩ই অক্টোবর) মিশরের শারম আল-শেখে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বনেতাদের উপস্থিতিতে শরিফ এই ঘোষণা দেন।
কয়েক মাসের মধ্যে এটি দ্বিতীয়বার যখন ইসলামাবাদ মার্কিন প্রেসিডেন্টকে এই পুরস্কারের জন্য মনোনীত করার ইচ্ছা প্রকাশ করল। এর আগে গত জুন মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে ভূমিকার জন্য ট্রাম্পকে মনোনীত করেছিল পাকিস্তান।
ট্রাম্পের পাশে দাঁড়িয়ে শেহবাজ শরিফ বলেন, আজ আমি এই মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য পুনরায় মনোনীত করতে চাই। কারণ আমি আন্তরিকভাবে অনুভব করি যে, তিনিই শান্তি পুরস্কারের সবচেয়ে খাঁটি এবং চমৎকার প্রার্থী। তিনি শুধু দক্ষিণ এশিয়ায় লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়ে শান্তি আনেননি, আজ এখানে শারম আল-শেখে গাজায় শান্তি প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যেরও লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পই শরিফকে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর পাকিস্তানি প্রধানমন্ত্রী ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে তাকে শান্তির দূত এবং দূরদর্শী নেতা হিসেবে অভিহিত করেন। বক্তব্য শেষে তিনি ট্রাম্পের দিকে একটি সংক্ষিপ্ত স্যালুটও করেন।
তথ্যসূত্র ন্যাশন নিউজ।
ডিবিসি/এমইউএ