বাংলাদেশ, রাজনীতি

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'পিআর' বিষয়টি নিজেই বোঝেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশকে বাঁচানোর এবং বিভক্তি সৃষ্টি না করার আহ্বান জানান।

বুধবার (১৫ই অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মির্জা, ফখরুল বলেন, গণভোট এবং পিআর ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের দাবি তুলে এবং মিছিল করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি আরও বলেন, পিআর নিয়ে আলোচনা সংসদে হবে। দলগুলো যেসব বিষয়ে একমত হবে, সেগুলো জুলাই সনদে স্বাক্ষরিত হবে এবং বাকি বিষয়গুলোর জন্য গণভোট অনুষ্ঠিত হবে। তিনি অস্থিরতা কাটাতে নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা আর হিংসার রাজনীতি চাই না এবং হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ দেখতে চাই না। সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই।’

 

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা অতীতে সরকার পরিচালনা করেছি এবং কীভাবে দেশ চালাতে হয় তা আমরা জানি।’ তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের জন্য চাকরির ব্যবস্থা করা হবে, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

 

নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। তিনি দেশকে বিভক্ত না করে এর ক্ষতি না করার আহ্বান জানান এবং একটি গণতান্ত্রিক ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন