জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হোসাইন খুন হন মূলত ত্রিভুজ প্রেমের কারণেই, এই হত্যাকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পুলিশ। ছাত্রী শাবনাম বর্ষার পরিকল্পনায় খুন হন তিনি। আর খুন করেন বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান।
মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এবিষয়ে ব্রিফিংয়ে এসব কথা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।
তিন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পুলিশ বলছে, মাহিরের সাথে প্রেম করলেও পরিচয়ের পর জুবায়েদের প্রেমে পড়ে বর্ষা। পরে মাহিরের সাথে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু মাহিরকে কিছুতেই ভুলতে পারছিলেন না বর্ষা। তাই মাহিরকে ফিরে পেতে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।
ডিবিসি/কেএলডি