আন্তর্জাতিক, এশিয়া

কুমিল্লা বিভাগ দাবিতে সৌদি আরবে প্রবাসীদের গণসমাবেশ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে গণসমাবেশ করেছেন প্রবাসীরা।

সৌদি আরব প্রতিনিধি এ আর নোমান জানান, বিভাগ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী নিয়ামুল বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়া, জাফর পারভেজ, এ কে আজাদ, হানিস সরকারসহ বৃহত্তর কুমিল্লার অন্যান্য প্রবাসীরা।

 

বক্তারা বলেন, বিভাগ হতে যা কিছু প্রয়োজন, সবকিছুই কুমিল্লাতে রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কুমিল্লা শহর হওয়ায় এটি দেশের গুরুত্বপূর্ণ বিভাগ হবে। দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে কুমিল্লা প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন