দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর কুমিল্লা সমিতির উদ্যোগে গণসমাবেশ করেছেন প্রবাসীরা।
সৌদি আরব প্রতিনিধি এ আর নোমান জানান, বিভাগ বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী নিয়ামুল বশির। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন ভূঁইয়া, জাফর পারভেজ, এ কে আজাদ, হানিস সরকারসহ বৃহত্তর কুমিল্লার অন্যান্য প্রবাসীরা।
বক্তারা বলেন, বিভাগ হতে যা কিছু প্রয়োজন, সবকিছুই কুমিল্লাতে রয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কুমিল্লা শহর হওয়ায় এটি দেশের গুরুত্বপূর্ণ বিভাগ হবে। দ্রুত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে কুমিল্লা প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেবে বলেও সমাবেশ থেকে জানানো হয়।
ডিবিসি/এএমটি