জেলার সংবাদ, অপরাধ

হবিগঞ্জে প্রতিবেশীর কটূক্তির জেরে বাবার বটির আঘাতে মেয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে অক্টোবর ২০২৫ ০৪:২৭:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিবেশীদের কটূক্তি সহ্য করতে না পেরে ঘুমন্ত মেয়েকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক বাবার বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল গ্রামে।

নিহতের নাম পূর্ণিমা রানী দাশ (২২)। তিনি ওই গ্রামের মতি লাল দাশের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মতি লাল দাশকে পুলিশ আটক করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা পূর্ণিমা রানী দাশ দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। সম্প্রতি, তিনি একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঢাকা পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রতিবেশীরা পরিবারটিকে নানা ধরনের কটূ মন্তব্য করতে থাকে।

 

সোমবার দুপুরে প্রতিবেশীদের এসব কটূক্তি সহ্য করতে না পেরে মতি লাল দাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মেয়ে পূর্ণিমার মাথায় বটি দিয়ে সজোরে আঘাত করেন। এতে পূর্ণিমা গুরুতর জখম হন। ঘটনার পর মতি লাল দাশ নিজেই স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় মেয়েকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পূর্ণিমাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাবা মতি লাল দাশকে আটক করে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন