আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে বিরল বর্ণিল মেঘের খেলা নিয়ে কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে অক্টোবর ২০২৫ ০৯:০৩:০১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের কোয়েটা শহরের আকাশে দেখা গেল এক বিরল ও অভূতপূর্ব দৃশ্য। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে আকাশকে দেখাচ্ছিল ঢেউখেলানো, অনেকটা রংধনুর মতো বর্ণিল রঙে। আবহাওয়াবিদদের মতে, এটি ছিল লেন্টিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘের স্তর, যা প্রকৃতিতে অত্যন্ত বিরল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে এটি কোয়েটায় দেখা একটি বিরল লেন্টিকুলার মেঘের গঠন ছিল।

 

২০২৫ সালের ২৮শে অক্টোবর ভোরের দিকে কোয়েটা শহরের পূর্বাঞ্চলে অবস্থিত কোহ-ই-মুরদার পর্বতের ওপর এই লেন্টিকুলার মেঘের স্তর দেখা যায়। মেঘটি সূর্যোদয়ের ঠিক আগে দেখা গিয়েছিল, প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল এবং সূর্যোদয়ের ঠিক আগেই তা মিলিয়ে যায়।

 

এই বিরল দৃশ্যের ছবি ও ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এই মেঘের গঠনকে কন্ট্রেইল ক্লাউড হিসেবে অভিহিত করেন, যা কোনো উড়োজাহাজের ঘোরাঘুরির ফলে সৃষ্ট অস্বাভাবিক মেঘ। কেউ কেউ আবার এটিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফল বলেও মন্তব্য করেন।

 

তবে, জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিএমডি-এর মুখপাত্র আনজুম নাজির জাইগুম এই জল্পনা খারিজ করে দেন। তিনি বলেন, যখন স্থির ও আর্দ্র বাতাস মেঘের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তা আকাশে ঢেউয়ের মতো সৃষ্টি করে। সাধারণত পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় এ ধরনের মেঘের স্তর সৃষ্টি হয় এবং তা কিছুক্ষণের মধ্যেই জলীয় বাষ্প আকারে মিলিয়ে যায়।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন