রাজনীতি, জেলার সংবাদ

আর কোনো দলকে আওয়ামী লীগ হতে দেয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আর কোনো দলকে আওয়ামী লীগ হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৬ই নভেম্বর) দলকে শক্তিশালী করা ও আগামী নির্বাচনকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মিলনায়তনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের নেতৃবৃন্দকে নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এনসিপি রাঙামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, "দেশে একটাই কোরাম থাকবে, ভারতীয় আধিপত্যবাদীপন্থি বিরোধী কোরাম। আগামী নির্বাচনে কোনো সন্ত্রাসী, কালোবাজারি মাফিয়াদের সাথে এনসিপি জোট করবে না।" এ সময়ে তিনি আগামী ১০ বছরের মধ্যে এনসিপি সরকার গঠন করবে বলেও উল্লেখ করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন