বাংলাদেশ, রাজনীতি

নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এ দেশের সর্বনাশ হওয়া: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১০ই নভেম্বর ২০২৫ ১২:১৯:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। এ দেশের সর্বনাশ হওয়া। এখন একটা নির্বাচিত সরকার খুবই দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ই নভেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চক্রান্ত করছে। তাদের সাথে কি এদেশের মানুষ আপস করতে পারে, এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। 

 

তিনি আরও বলেন, ‘আমরা চাই অন্তবর্তী সরকার আর কোন কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল ঘোষণা করার ব্যবস্থা করবেন। দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই আমাদের আসল চাওয়া।’

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন