রাজধানীর হাতিরঝিলে এক তরুণীকে সামনে বসিয়ে বাইক চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে একজন তরুণীকে বাইকের সামনে বসিয়ে এক তরুণকে বাইক চালাতে দেখা গেছে। ওই তরুণী চালককে ধরে ছিলেন। সেসময় ভয়ডরহীন বাইক চালিয়ে গেলেন তরুণ। এই ভিডিও দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা। এত দ্রুতগতির সড়কে কিভাবে একজন এভাবে বাইক চালাতে পারে, তা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে।
এই ভিডিওটি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিও দেখে নেটিজেনরা রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। ওই তরুণী কেন ওভাবে যাচ্ছেন বা নিয়ে যাওয়া হচ্ছে, তা বোধগম্যই হচ্ছে না নেটিজেনদের।
ওই ভিডিওতে দেখা গেছে, হাতিরঝিলের মধ্য দিয়ে দ্রুত বেগে ছুটছে (ঢাকা মেট্রো-ল ১৮-২৭৯৯) একটি বাইক। বাইকে চালকের সামনে বসা এক তরুণী। তিনি চালককে ধরে আছেন। এভাবেই বাইকটি উঠছে হাতিরঝিলের ওভারপাসে।
নেটিজেনরা লিখেছেন, সিনেমায় এ ধরনের দৃশ্য দেখিয়ে মানুষকে ইনফ্লুয়েন্স করা হয়। এভাবে বাইক চালাতে গেলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে হাতিরঝিলের ওভারপাসে এটি একটি দুঃসাহসিক কাজ।