জাতীয়, রাজনীতি

ওবায়দুল কাদের সাহেব আপনার সম্পদের তালিকাটা কোথায়: গয়েশ্বর

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ১২:১৬:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।

ওপর থেকে শুরু না করলে ক্ষমতাসীন আওয়ামী লীগের শুদ্ধি অভিযান সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দুর্নীতি সামাল দিতে ব্যর্থ হলে এর বোঝাই সরকারের পতন বয়ে আনবে বলে মনে করেন তারা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। এতে, সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, 'সকল মন্ত্রী-এমপিদের সম্পদের হিসেব দেখতে চাই। জনসম্মুখে এই হিসেব দিতে হবে। কারণ দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে।'

এর আগে, বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ’র তৃতীয় মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরণ সভায় সবার আলোচনার বিষয় ছিলো দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, 'এই চোরের ধরা পড়েছে, এখন একেকদিন একেকজনের কথা বলে। আর, বড় চোরেরা মাইকের সামনে বড় বড় করে বিএনপি নেতাদের কথা বলে। সময় বেশি নাই, জনগণ তাদের চিহ্নিত করে ফেলেছে। জনগণ তাদের ধরবে।'

এ সময়, আওয়ামী লীগের শুদ্ধি অভিযান নিয়েও কথা বলেন নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'ওবায়দুল কাদের সাহেব আপনার সম্পদের তালিকাটা কোথায়? ধানমণ্ডি কার্যালয়ে আপনার তালিকাটা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।'

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, 'যদি সরকার আজ আন্তরিক হন, শুধু নিচের দিকে শুদ্ধি অভিযান করে লাভ হবেনা, উপরের থেকে অভিযান শুরু করেন। তাহলেই শুদ্ধি অভিযান হবে।'

অনৈতিকভাবে ক্ষমতায় থাকা দুর্বল সরকারকে হটিয়ে দিতে একটি শক্তিশালী আন্দোলনই যথেষ্ট বলে মন্তব্য করেন তারা।

আরও পড়ুন