ক্রিকেট

অন্ধকার পথে জিম্বাবুয়ে ক্রিকেট, সিঙ্গাপুরের কাছেও হার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০১:৩২:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তাহলে কি কেনিয়ার পথ ধরছে হিথ স্ট্রিক, অ্যান্ডি ফ্লাওয়ার কিংবা অ্যালিস্টার ক্যাম্পবেলের জিম্বাবুয়ে?

জিম্বাবুয়ে ক্রিকেটে হচ্ছেটা কি? একসময়ের দুর্দান্ত দলটাকে ইংল্যান্ড বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছে। স্থগিত হয়েছে আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদও। যার প্রভাব পড়ছে মাঠের খেলায়ও। সবশেষ টি টোয়েন্টিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে।

বর্তমান সময়ে চলছে ক্রিকেটের বিশ্বায়ন। কদিন আগেই ৮০টি দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার স্বীকৃতি দিয়েছে আইসিসি। মুদ্রার উল্টো পিঠও আছে। সেই ১৯৭৫ বিশ্বকাপ থেকে ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ কেনিয়া বলতে গেলে হারিয়েই গেছে। সেই পথের পথিক হতে চলেছে জিম্বাবুয়ের ক্রিকেটও।

ক্রিকেটার ও বোর্ডের দ্বন্দ্বে পতন হতে হতে ১৯৮৩ সালের পর এবারই প্রথম জিম্বাবুয়েকে ছাড়াই হয়েছে বিশ্বকাপ। এমনিতেই চলছে মন্দা অবস্থা তার উপর স্থগিত হয়েছে আইসিসির সদস্যপদ।

পাশে দাড়িয়েছে দুঃসময়ের বন্ধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডেকে নিয়ে খেলিয়েছে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ। যদিও খুব একটা ভালো করতে পারেনি মাসাকাদজার দল। এখন খেলছে সিঙ্গাপুরে। সেখানে স্বাগতিকদের কাছে হেরে সবে জিম্বাবুয়ে। ইতিহাস গড়ে সিঙ্গাপুর। অনেকটাই বিলীনের পথে দ্যা রোডেশিয়ানদের ক্রিকেট। অথচ, এই জিম্বাবুয়েই উপহার দিয়েছে অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিক, গুডউইন, জনসন, ডেভ হটন কিংবা অ্যালিস্টার ক্যাম্পবেলের মতো দুর্দান্ত সব ক্রিকেটার।

ধরা হচ্ছে, ২০১৫ বিশ্বকাপের পর থেকে স্বর্ণ যুগ চলছে বাংলাদেশের ক্রিকেটে। তবে, ইংল্যান্ড বিশ্বকাপ থেকে ছন্দ পতন টাইগারদের। দিনকে দিন বেহাল হয়ে উঠছে ঘরোয়া ক্রিকেট। সম্প্রতি, ট্রাইনেশানে জিম্বাবুয়েকে হারিয়েও তাই টাইগার ক্রিকেট সুদিন খোঁজে।

অথচ, মাস না পেরুতে জিম্বাবুয়ে নিজেদের হাল দেখালো সিঙ্গাপুর সফরে। এসব দেখে শিক্ষা নিতে পারে বিসিবি। নয়তো এতো দিনেও পঞ্চপান্ডবের বিকল্প খুঁজে না পাওয়া টাইগার স্কোয়াডের ভবিষ্যত ঘোর অমানিশায়।

আরও পড়ুন