বিনোদন, অন্যান্য

সানাইয়ের ভিডিও মুছে দিল ফেসবুক

মিথুন বিশ্বাস

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৯:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশের সমালোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুবের সঙ্গে সামাজিকমাধ্যম ফেসবুকে এসে বাংলাদেশকে অপমান করেছিলেন কলকাতার কৌতুক অভিনেতা সান্ডি সাহা।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে ফেসবুকে ভেরিফায়েড পেজে লাইভে আসে সানাই মাহবুব। কিছুক্ষণ পর সানাইয়ের কলে যুক্ত হন সান্ডি সাহা।

এসময় সান্ডি বাংলাদেশকে অপমান করে বলেন, আমি একবার বাংলাদেশে গিয়েছিলাম। আমার পাসপোর্টে বাংলাদেশের সিল লেগেছে। এজন্য অন্যদেশ আমাকে ভিসা দিচ্ছে না। সান্ডির এমন বক্তবের পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়।

বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীরা ওই লাইভে রিপোর্ট করা শুরু করে। ভিডিওটিতে এত বেশি রিপোর্ট করা হয় যে লাইভ শেষ হতে না হতেই ফেসবুক কর্তৃপক্ষ সেটি ডিলিট করে দেয়। সানাই পরে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেন। কিন্তু ডিলিট হয়ে যাওয়া তা আর সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে সানাই বলেন, আমি পরে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করি। কিন্তু সেটিতে এত বেশি রিপোর্ট করা হয়েছে যে, সেটি ডিলিট হয়ে গেছে।

আরও পড়ুন