ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় আশেদা খাতুন রুমা। সোমবার রাত আড়াইটার দিকে ডেন্ডাবরের বাসভবনে মৃত্যু হয় তার।
আশেদা খাতুন প্রায় দুই বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। জাতীয় দলের হয়ে দ্বৈতে চ্যাম্পিয়ন আশেদা খাতুন রুমা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী।
রুমা আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছেন কয়েকবার। খেলেছেন বিমান বাংলাদেশের হয়েও।
শিক্ষাজীবন শেষ করে আগা খান স্কুলে শারীরিক শিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে ২০১৯ এর আগস্টে দেশে ফেরেন। পরে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিলো তার।
আজ মঙ্গলবার বাদ যোহর জানাজা শেষে ডেন্ডাবর কবরস্থানে দাফন করা হবে রুমাকে।