বাংলাদেশ, জেলার সংবাদ

সাভার সেনানিবাসে ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতা মিনি ম্যারাথন’ অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই মার্চ ২০২৩ ০৯:৫৭:৫৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারে সেনানিবাসে ‘বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সাভার এরিয়া মিনি ম্যারাথন'-প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাভার সেনানিবাসে কেন্দ্রীয়ভাবে এই ম্যারাথন আয়োজন করা হয়। 

সাভার এরিয়ায় কর্মরত সকল অফিসার, নির্ধারিত সংখ্যক জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দসহ সর্বমোট ১২‘শ নারী ও পুরুষ সেনা সদস্য এতে অংশ নেয়। 

ম্যারাথন শেষে ৭টি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার সেনানিবাসের এরিয়া কমান্ডার এবং ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। 

অনুষ্ঠানে সাভার সেনানিবাসে কর্মরত সকল উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন