আন্তর্জাতিক, অন্যান্য

অস্ট্রেলিয়ার দাবানল আরও ভয়াবহ হতে যাচ্ছে

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৫:৫২:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় নিউ সাউথ ওয়েলস প্রদেশের ভয়াবহ দাবানল আরও মারাত্মক আকার ধারণ করতে যাচ্ছে।

মঙ্গলবার একথা জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের ফায়ার সার্ভিস বিভাগ।

মঙ্গলবার পর্যন্ত সেখানে ৫৭টি আলাদা দাবানল দেখা গেছে। উচ্চ তাপমাত্রা, শুষ্কভূমি আর দমকা হাওয়ার কারণে দাবানল খুব দ্রুতই ছড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া বাতাসের দিক পরিবর্তনের পূর্বাভাস দেয়ায় দাবানল আরও বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

দাবানলের কারণে কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৭ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।এতে স্থানীয়রা ঝুঁকির মধ্যে থাকায় অন্তত ১১টি জরুরি সতর্কতা জারি করা হয়।

বনাঞ্চলের আশেপাশে যারা থাকে তাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি, নিউ সাউথ ওয়েলসের ৬০০ স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন